ঢাকা ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী হয়েছেন সাকিব। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের সময় দেয়া হলফনামায় নিজের আয়-ব্যয়ের হিসাব দিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার।
সাকিব আল হাসানের বার্ষিক গড় আয় সাড়ে পাঁচ কোটি বলে নির্বাচনী হলফ নামায় দেখানো হয়েছে। আজ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় সাকিব আল হাসান এই আয়-ব্যায়ের হিসাব দিয়েছেন বলে জানানো হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সাংবাদিকদদের এ তথ্য নিশ্চিত করেছেন। টাইগার অধিনায়ক তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। যেখানে তাঁর ব্যাংক ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা।
অপরদিকে সাকিব বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ ডলার। সোনা দেখিয়েছেন ২৫ ভরি। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার
৮৭৬ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়েছেন ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছে ১৩ লাখ টাকা।
ক্রিকেটের বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। সাকিবের প্রায় ৩২ কোটি ঋণের মধ্যে ইর্স্টান ব্যাংকে লোন দেখিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।
হলফনামায় সাকিব পেশায় নিজেকে একজন ক্রিকেটার শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাশ উল্লেখ করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক