ঢাকা ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বৃহস্পতিবার সকালে ছোট যমুনা নদীতে ডুবে ক্ষিতিশ চন্দ্র সরকার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত ক্ষিতিশ চন্দ্র সরকার ওই উপজেলার সমসাবাদ গ্রামের নরেন্দ্রনাথ চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, ক্ষিতিশ চন্দ্র সরকার বাড়ি থেকে কয়েকটি গরু নিয়ে সাঁতরে ছোট যমুনা নদীর পূর্ব পাড়ে যাচ্ছিলেন। ওই সময় স্রোতে তলিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রায় এক ঘণ্টা পর নদী থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক