সহ-সভাপতি পদে তাবিথ-মহি সমান, পুনরায় ভোট ৩১ তারিখ

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

সহ-সভাপতি পদে তাবিথ-মহি সমান, পুনরায় ভোট ৩১ তারিখ
নিউজটি শেয়ার করুন

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২০ এ সহ-সভাপতির ৪ পদের তিনটিতে জয় পেয়েছেন ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান ভূইয়া (মানিক)।

 

বিপত্তি বেঁধেছে চতুর্থ পদটি নিয়ে। দুই প্রার্থী তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ সমান সংখ্যক ৬৫ ভোট পাওয়ায় আগামী ৩১ অক্টোবর এই পদে আবারও নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

 

শনিবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

 

বাফুফের সহ-সভাপতির পদে ৮৯ ভোট পেয়েছেন ইমরুল হাসান, ৮১ ভোট পেয়েছেন কাজী নাবিল আহমেদ এমপি ও ৭৫ ভোট পেয়েছেন আতাউর রহমান ভূইয়া (মানিক)। সমান সংখ্যক ৬৫ ভোট পেয়েছেন তাবিথ আউয়াল ও মাহিউদ্দিন আহমেদ মহি।

 

নির্বাচনে টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন। আর সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছে একই প্যানেলের সালাম মুর্শেদী।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ