ঢাকা ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার ইতিহাস বিকৃতি করছে। ভাবখানা এমন যে, একটা দলই দেশ স্বাধীন করেছে।
আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘জাতীয় রচনা প্রতিযোগিতার’ ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় যে, একটা দলই দেশ স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধে আর কারো অবদান ছিল না। তারা মিথ্যাচার করছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের পর্বতসম ভূমিকাকে খাটো করার অপচেষ্টা করছে সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক