ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩
সম্ভবত তুমি নীল আকাশের ধ্রুবতারা!!
যে একলা রাতে আমায় সঙ্গ দেয় মিটিমিটি জ্বলে।
সম্ভবত তুমি শান্ত সাগর!
যে আমার আবদারগুলো শোনে গভীর মনোযোগে।
সম্ভবত তুমি আকাশের বুক চিরে গড়ে উঠা মেঘেদের সম্রাজ্য!
যে ভাবুক আমার ভাবনা নিয়ে খেলে।
সম্ভবত তুমি আফিমের নেশা!
যে আমায় নেশায় ডুবিয়ে দেয় তার নেশালো চাহনিতে।
সম্ভবত তুমি গভীর অরন্য!
যার গাম্ভীর্য আমার মনের কোনো এক কোণে আলোড়ন সৃষ্টি করে।
সম্ভবত তুমি জোনাকির আলো!
যা আমায় মুগ্ধ করার ফন্দি আঁটে।
সম্ভবত তুমি পাহাড়ি ঝর্ণা!
যার ছন্দপতন আমার হৃদয় স্পর্শ করে।
সম্ভবত তুমি, তুমিই
যে আমার স্বপ্নপুরুষ হয়ে রয়ে গেছে আমার খেয়ালে বেখেয়ালে!
শাহরিন স্পৃহা
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক