ঢাকা ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
লালমোহন থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ট্রলার ডুবে ২ জেলে নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৯ জেলেকে।
মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই জেলে হল লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাতিরখাল এলাকার শাজাহানের ছেলে বেল্লাল ও ৩নং ওয়ার্ডের বাউরিয়া গ্রামের আবদুল মন্নানের ছেলে সুমন।
বুধবার এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার রাতে মেঘনা নদী সংলগ্ন লালমোহন ধলীগৌরগর ইউনিয়নের বাতিরখাল ঘাট থেকে স্থানীয় সামছুদ্দিন মাঝির মালিকানাধীন ট্রলার মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়।
ট্রলারটি সমুদ্র থেকে ভোর রাতে মাছ ধরে ফেরার পথে বালিয়া নামক স্থানে প্রবল ঢেউয়ের কবলে উল্টে যায়। এতে ১১ জন মাঝিমাল্লা ছিল।
৯ জনকে পার্শ্ববর্তী ট্রলার উদ্ধার করতে পারলেও ডুবে যাওয়া ট্রলারের কেবিনে থাকা বেল্লাল ও সুমনকে আর পাওয়া যায়নি। কেবিনে আটকে পড়ে তারা ট্রলারের সঙ্গে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা সম্ভব হয়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক