ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
পিরোজপুর : বসতবাড়ি, বাস্তভিটা রক্ষার্থে ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরসংলগ্ন সন্ধ্যানদীর পশ্চিমপাড়ের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উত্তর কৌরিখাড়া প্লাসঘাটে অনুষ্ঠিত মানববন্ধনে গৃহহারা বাসিন্দাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন- সাংবাদিক আসাদুজ্জামান, ইউপি সদস্য অরুন কুমার বসু, সমাজসেবী হাসান সিকদার, মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মো. ফজলুল হক প্রমুখ।
বক্তারা সন্ধ্যানদীর ভাঙন থেকে কৌরিখাড়া গ্রামসহ উপজেলা পর্যায়ের একমাত্র বিসিক শিল্পনগরী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার্থে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সন্ধ্যানদীর অব্যাহত ভাঙনে ইতিমধ্যে ওই গ্রামের সিংহ ভাগ এলাকার শত শত পরিবার গৃহহীন এবং বিস্তীর্ণ জনপদসহ শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক