ঢাকা ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩
মিজানুর রহমান মিলন, শেরপুর: শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী বালিজুরী এলাকা থেকে ১২৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। এসময় মো. সাইদুল ইসলাম ও কাশেম মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
১৮ জুন রবিবার রাত সাড়ে ১০ টার দিকে সীমান্তের ওই এলাকা থেকে র্যাব-১৪ এর একটি দল তাদের আটক করে শ্রীবর্দী থানায় সোপার্দ করেন।
র্যাব-১৪ এর প্রেস রিলিজ সূত্রে জানাযায়, র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন বালিজুরী এলাকায় অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ১২৭ বোতল ভারতীয় মদসহ উল্লেখিত দুই জন মাদক কারবারিকে আটক করে।
পরে তাদেরকে শ্রীবর্দী থানায় সোপোর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়। আটককৃতদের বাড়ি জেলার ঝিনাইগাতি উপজেলার বড় রাংটিয়া গ্রামে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক