ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) শুভ বড় দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিস্টান পল্লী থেকে গির্জা সব জায়গায় ক্রিসমাস ট্রি কে সাজানো হয়েছে সেই সাথে গো শালা কেও।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বড়দিন পালন করা হয়। কিস্তু মহামারি করোনাভাইরাসের কারণে থাকছে না উৎসবের সকল রঙ। তারপরও ক্রিসমাস ট্রি, গো শালা নির্মাণসহ গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন রূপে। স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা হবে উপাসনালয়ে।
খুবই সল্প পরিসরে থাকছে নানা অনুষ্ঠনের আয়োজন। উৎসব আয়োজন নির্বিঘ্ন রাখতে প্রশাসন থেকেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
শুক্রবার সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক