ঢাকা ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
দেশের তালা বদ্ধ সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ফেব্রুয়ারি মাসে খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড.দীপু মনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে অনলাইন প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়। তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে মে মাস পর্যন্ত ক্লাস চলবে। আর এই সময়ে শেষ করা হবে পিছিয়ে পড়া সিলেবাস।
তিনি আরো বলেন, সিলেবাস ছোট করার কাজ চলছে। ছোট সিলেবাসে নেয়া হবে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা। আগামী বছর জানুয়ারির ১৫ তারিখের মধ্যে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
দীপু মনি বলেন, কোভিড-১৯ কতৃক সৃষ্ট পরিস্থিতির কারণে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) পিছিয়ে দেয়া হচ্ছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর জুন মাসে অনুষ্ঠিত হতে পারে এসএসসি পরীক্ষা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক