ঢাকা ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও একটি ২৫০ কেজি ওজনের জিপি বোমা উদ্ধার করা হয়েছে। এই নিয়ে একই আকার ও ওজনের ৩টি বোমা উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিং করার সময় বোমাটি পাওয়া যায়। খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে।
বোমা বিশেষজ্ঞদের ধারণা একই এলাকা থেকে উদ্ধার করা আগের ২টি বোমার মত এটিও মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে ৯ ডিসেম্বর (বুধবার) বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিং করার সময় একটি সিলিন্ডার সদৃশ বস্তু দেখতে পায় শ্রমিকরা। পরে বিমান বাহিনী জানায় এটি একটি বিশাল আকৃতির বোমা। সেটিকে টাঙ্গাইলে বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।
এরপর একই এলাকা থেকে ১৪ ডিসেম্বর (সোমবার) একই রকমের আরও একটি বোমা উদ্ধার করা হয়। সেটিকেও ধ্বংস করা হয় একই কায়দায়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক