ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩
এ .এইচ.রিপন, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। সোমবার সকালে লালমোহন ডাকবাংলো ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন ও লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় কর্তব্যরত ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের সাথে কাজের অগ্রগতি ও মান নিয়ে কথা বলেন তিনি। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার কাজ পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মান যাচাই করেন।
এরপর ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন বাজারের প্রধান সড়কের ভাঙ্গাস্থান পরিদর্শন করেন এমপি শাওন।
এ সময় রাস্তার আজ থেকে শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকদারদের নির্দেশনা প্রদান করেন তিনি।এসময় সাংবাদিকদের এমপি শাওন বলেন, বর্তমান সরকার জনদুর্ভোগ লাঘবে সকল ব্যবস্থা গ্রহণ করলেও সংশ্লিষ্ট ঠিকাদারের গাফলতির কারণে এতদিন মানুষ ভোগান্তির স্বিকার হয়েছে।
আমি আজকে রাস্তা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ঠিকাদারকে লালমোহনে আসার নির্দেশ দিয়েছি। আশা করছি আজ থেকেই ঠিকাদার লালমোহন এলাকার রাস্তার কাজ শুরু করবে।জনদুর্ভোগ লাঘবে সকল কারো খামখেয়ালীপনা সহ্য করা হবে না।
এরপর সংশ্লিষ্ট ঠিকাদার বিকেল থেকে রাস্তার কাজ শুরু করায় সর্বসাধারণের পক্ষ থেকে এমপি শাওনকে ধন্যবাদ জানানো হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক