ঢাকা ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের খাটামারি সরকারি প্রাথ্যামিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে প্রাধান শিক্ষক দুলাল সরকার এর বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, চরখাটামারি প্রথ্যামিক বিদ্যালয়ের ২য় শ্রেনির ছাএী নূরী খাতুন, ৩য় শ্রেনির আশা মনি খাতুন ও ৩য় শ্রেনির আশরাফুল ইসলাম সহ একাধি ছাএছাএীদের কে দিয়ে প্রায় টয়লেট পরিস্কার করান প্রধান শিক্ষক দুলাল সরকার।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ৮ নং বস্তি এলাকার খাটামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনী হতে ৫ম শ্রেনীর ছাএ-ছাএীদের দিয়ে স্কুলের টয়লেট পরিষ্কার, শ্রেণি, বারান্দা ও মাঠ ঝাড়ু দেওয়াসহ বিভিন্ন কাজ করানো হতো শিক্ষার্থীদের দিয়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়।
চরখাটামারি স্কুলের প্রধান শিক্ষক দুলাল সরকার বলেন, (বিষয়টি স্বীকার করেন)যে স্কুলের টয়লেট টি অপরিস্কার ছিলেন তাই শিক্ষার্থীদের দ্বারা স্কুলের পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য তা আমি করেছি।
এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি/ সদর উপজেলা প্রথ্যামিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার জানান, বিষয়টি আমি শুনেছি এবং চিটি পেয়েছি,শিক্ষকরা আমাদের (শিক্ষার্থী) দিয়ে টয়লেট পরিষ্কারসহ বিভিন্ন কাজ করায়। এটা অমানবিক। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক