রোগী দেখে ফেরার পথে বরিশালে পল্লী চিকিৎসক নিহত

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৩

রোগী দেখে ফেরার পথে বরিশালে পল্লী চিকিৎসক নিহত
নিউজটি শেয়ার করুন

 

রোগী দেখে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ছিটকে অটোরিকশার নিচে চাপা পড়ে পল্লী চিকিৎসক বিজয় নিহত হয়েছেন। বুধবার (২১ জুন) বরিশালের বাকেরগঞ্জে বিকেলে উপজেলার পূর্ব বোয়ালিয়া ঢেকেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত মোটরসাইকেলচালক বিজয় কৃষ্ণ পাইক (৫০) পেশায় পল্লী চিকিৎসক। তিনি উপজেলার বোয়ালিয়া বাজারে কৃষ্ণ মেডিকেল হল নামের ফার্মেসির মালিক।

 

 

স্থানীয়দের বরাতে বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, পূর্ব বোয়ালিয়া গ্রামের এ অসুস্থ নারীকে চিকিৎসা সেবা দিয়ে ফার্মেসির উদ্দেশে রওনা হয়। টেকেরহাট এলাকায় পৌছালে একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে উঠে সে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়েন বিজয় কৃষ্ণ পাইক।

 

 

তখন অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে বিজয় কৃষ্ণকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ