ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২
আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে নওগাঁর আএাইয়ে আএাই ইমাম উলামা পরিষদের উদ্ধোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪জুন) সকালে দশটায় উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আত্রাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশ পালশা মাদরাসার মুহতামিম ও আএাই উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আএাই ষ্টেশন মসজিদের ইমাম মোঃ আমিনুল ইসলামের সঙ্চালনায় বক্তব্যে রাখেন, জামিয়া রহমানিয়া মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহমান, হাফেজ আব্দুস সালাম, মাওঃ আখতারুজ্জামান,মাওঃ শফিকুল ইসলাম খতিব শিমুলিয়া জামে মসজিদ, মাওঃ রিজওয়ানুর রহমান প্রমুখ ।
সমাবেশে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বক্তারা বলেন, বিশ্ব নবীকে নিয়ে কেউ কটুক্তি করবে আমরা মুসলমান হয়ে তা কোনদিন মেনে নিবো না। মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করা মুসলমানের ঈমানী দায়ীত্ব। কোন মুসলমান এ ঈমানী দায়ীত্ব থেকে সরে আসার কোন সুযোগ নেই। এসময় বক্তারা আরো বলেন ভারতীয় সকল পন্য বয়কট ও কটুক্তিকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর কড়া প্রতিবাদ জানানোর জোর দাবী জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক