ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
জীবনে যাহার একটি বিন্দুও ছিলনা কোন ভূল,
তিনি হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসুল।
সঠিক তাহার দেখানো পথ সঠিক মুখের বাণী.
তাহার উপর অবতীর্ণ হয়েছে আল কুরআন কিতাবখানি।
তাহার দেখানো পথ হলো দ্বীন ইসলাম,
সে পথে শুধুই সুখ-শান্তি করে বিরাজমান।
বিশ্ব নবী বলে আল্লাহ দিয়েছেন ঘোষণা,
রাসুলের পথে চললে কেউ বিপদগামী হবে না।
রাসুলের পথে চললেই জীবনে আসবে সফলতা,
রাসুলের পথ না মানলে মানব জীবন ব্যর্থতা।
রাসুলের পথে বড়ই শান্তি যদি কেউ তা বোঝে,
সবাই নয় জ্ঞানীরাই শুধু রাসুলের পথ খোঁজে।
রাসুলের পথ বিজয়ের পথ দ্বীন ইসলামের তরে,
রাসুল ব্যতীত সকল পথ সর্বনিম্নস্তরে।
রাসুলের পথ সত্যের পথ মিথ্যার পরাজয়ে,
রাসুলের পথ শান্তির পথ অশান্তি নহে।
রাসুলের পথ সাম্যের পথ হিংসা কভূ নয়,
রাসুলের পথ সঠিক পথ কিভাবে তা ভ্রান্ত হয়?
রাসুলের পথ ন্যায়ের পথ কভূ নয় অন্যায়,
রাসুলের পথ অসাম্প্রদায়িক যার ধর্মে তাই।
তাই হে জ্ঞানীগণ সারা বিশ্বে যতই পথ হোক,
সকলেই অনুসরণ করো রাসুলের পথ।
লেখকঃ মোঃ রমজান হোসেন
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক