রাসুল (সাঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

পবিপ্রবি প্রতিনিধি: ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (স:) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

১০ জুন শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মজসিদের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন তারা।

 

বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ২০১৮-১৯ বছরের শিক্ষার্থী মারসিফুল আলম রিমন বলেন, তোমরা আমাদের মারো-কাটো কিছুই বলবোনা। কিন্তু আমাদের রাসুলের বিরুদ্ধে কথা বললে আমরা আর চুপ থাকবোনা। অনতিবিলম্বে নুপুর শর্মা ও নাভিল জিন্দালের গ্রেপ্তার দাবি করেন এই শিক্ষার্থী।

 

খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাঈম মাহমুদ বলেন, আমাদের নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কেউই আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে পার পাবেনা ইনশাআল্লাহ।

 

এগ্রিকালচার অনুষদের শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ ও নিন্দা জানানোর দাবি জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ এ অংশ নেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ