ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩
বিস্ফোরক পরীমণি। রাজের সঙ্গে বিবাহিত জীবন নিয়ে অবাক করা তথ্য দিলেন তিনি। জানালেন, তারা একসঙ্গে থাকছেন না। এমনকি তাদের মনস্তাত্ত্বিক বিচ্ছেদ হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতার বাকি। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন এ নায়িকা।
সেই সাক্ষাৎকারে কথায় কথায় পরীমণি জানান, তাদের বিয়ের কাবিননামা ভুল। ঠিকমতো হয়নি বিয়ে। তার কথায়, ‘রাজ এখন বলে কী— আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল! আমাদের নাকি ঠিকঠাক বিয়েই হয়নি। এভাবে বলতে পারে! সে ভয়ংকর মানুষ। তার সঙ্গে থাকা যাবে না। আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।’
এর আগেও কয়েকবার বিচ্ছেদের খবর বেরিয়েছিল তাদের। পরে তারা জানান, ওসব মিথ্যা খবর। তাদের মধ্যে এখনও ভালোবাসার সম্পর্ক বিরাজ করছে।
যদিও এখন পরীমণি দাবি করছেন, সেগুলো লোক দেখানো ছিল। তিনি বলেন, ‘এগুলো ছিল রাজের লোক দেখানো। আমার কোনো অনুষ্ঠান থাকলে সঙ্গে সে যেত। বিশ্বাস করেন, কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে। আমার সঙ্গে তার এখন শারীরিক, মানসিক কোনো অ্যাটাচমেন্টই নাই। আমি যখন হাসপাতালে, তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে। সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। ২০২২ সালের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান রাজ্য।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক