রাজাপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মো. আজাহার আলী আকন (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৮ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকা থেকে উদ্ধার করা হয়। আজাহার আলী ঐ এলাকার মৃত কাছেম আলী আকনের ছেলে।

 

আজাহার আলীর মেঝ ছেলে মো. সাইফুল ইসলাম আকন জানায়, তার বাবা একজন মানুষিক রোগী ছিল। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার সময় ঘুম থেকে উঠে হঠাৎ নিখোঁজ হয় আজাহার আলী।

 

এ সময় পরিবারের লোকজন খোঁজাখুজি করে রাত সাড়ে ৪টার দিকে তাদের বাড়ির সামনে খাল পাড়ে একটি মেহগনি গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

 

পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে আসে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় বলেন, আজাহার আলী একজন মানুষিক রোগী ছিল তাতে কোন সন্দেহ নেই।

 

তার মৃত্যুতে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ