রাজাপুরে কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

রাজাপুরে কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠির রাজাপুরে এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে। অপহৃত কিশোরীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ভাতকাঠি গ্রামের ইসমাইল হাওলাদার (২২) ও শাহ জালাল হাওলাদার (২৩)।

 

কিশোরীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে সদর ইউনিয়নের একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। রবিবার সকালে তাঁর মেয়ে বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথে পূর্ব থেকে অপেক্ষমান স্থানীয় যুবক এছাহাক, ইসমাইল, শাহ জালালসহ অজ্ঞাত কয়েকজন তাঁর মেয়েকে জোড় করে মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি দেখতে পেয়ে তাকে খবর দেয়। তিনি রাতে রাজাপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ রাতেই দুই যুবককে গ্রেপ্তার করে।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ