ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
রাজশাহীতে অতিরিক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার(২ জানুয়ারি) ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া ২ জন সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন: মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল(২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম(২৫) ও মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর।
রাজশাহীর মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তারা শুক্রবার(১ জানুয়ারি) রাত ৯টার দিকে বিভিন্ন সময়ে ১ জন একজন করে হাসপাতালে ভর্তি হয়। তারপর তারা শনিবার ভোরের দিকে মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, তারা অতিরিক্ত মদপানে মৃত্যুবরণ করেন।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, অতিরিক্ত মদ পানে ৩ জনের মৃত্যুর বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক