ঢাকা ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
পটুয়াখালী : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সুজাত নামের এক স্কুলছাত্র নিহত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সুজাত নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো তিন জন আহত হয়। নিহত সুজাত উপজেলার তিল্লা গ্রামের নুরু মিয়া ঢালির ছেলে ও ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, বাহেরচর বাজার থেকে একটি মোটর সাইকেল ড্রাইভ করে সুজাত উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে গন্ডাদুলা এলাকার দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সুজাত।
এছাড়াও আলমগীর হোসেন ও মো.খালিদ নামের দুইজন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
রাঙ্গাবালী থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক