ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মামুন (২১) ও রনি মাতুব্বর (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।
৬শে সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে ২০ গ্রাম গাঁজা পওয়া যায়।
পুলিশ সূত্রে জানাযায়, মাদক বিক্রির জন্য তিল্লা গ্রামের হাবিল হাওলাদার বাড়ির সামনে যায় মামুন ও রনি । সেখানে গিয়ে মাদক বিক্রি করলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে রাঙ্গাবালী থানার এএসআই ওয়াসিমের নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় মামুন ও রনির শরীরে তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে থানায় নেয়া হয়।
রাঙ্গাবালী থানা ওসি মো.আলী আহম্মেদ জানান, গাঁজাসহ মামুন ও রনি নামের দুই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক