রমনা পার্ক ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে হাইকোর্টে রিট

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

রমনা পার্ক ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে হাইকোর্টে রিট
নিউজটি শেয়ার করুন

রাজধানীর রমনা পার্ক আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনগণের জন্য খুলে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। একইসঙ্গে রিটে রমনা পার্ক বন্ধ রাখার সিন্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারির আর্জি জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। গণপূর্ত সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। রিট আবেদনটি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। চলতি সপ্তাহে শুনানি হতে পারে।

 

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সেই মোঘল আমল থেকে রমনা পার্ক জন সাধারণের জন্য উন্মুক্ত। করোনাভাইরাসের কারণে রমনা পার্ক বন্ধ রাখা হয়। বর্তমানে করোনা সংক্রমণ কমে যাওয়ায় অফিস আদালতসহ সবকিছু খুলে দেয়া হলেও রমনা পার্ক বন্ধ রাখা হয়েছে। এতে জনগণের চলাফেরার অধিকার লঙ্ঘিত হচ্ছে। শত শত ডায়াবেটিস রোগী এ পার্কে হাটা-চলা করতেন, যা ব্যাহত হচ্ছে। তাই ২৪ ঘণ্টার মধ্যে পার্কটি জনগণের জন্য খুলে দেয়ার নির্দেশনা চেয়েছি।

 

তিনি আরো বলেন, ৬ সেপ্টেম্বর রমনা পার্ক খুলে দিতে গণপূর্ত সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম। নোটিশের জবাব না পেয়ে তাকে বিবাদী করে এ রিট করেছি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ