ঢাকা ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
ঝালকাঠিতে স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে করা মামলায় মো. আল-আমিন মাঝি নামে সরকারি কলেজের গণিতের শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম ইমরানুর রহমান এ আদেশ দেন।
যৌতুক দাবির অভিযোগে এক তরুণীর মা রোববার দুপুরে ঝালকাঠির আদালতে হাজির হয়ে মামলা করেন। আদালত ওই শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
শিক্ষক আল-অমিনের বাড়ি নলছিটি উপজেলার রানাপাশা গ্রামে। ৪ বছর আগে তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজে প্রভাষক পদে যোগ দেন।
মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাস করা তরুণীকে বিয়ে করেন আল আমিন। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই শ্বশুরবাড়ির কাছে ৫ লাখ টাকা যৌতুক চান তিনি। টাকা না দিলে স্ত্রীকে আর নিজের কাছে নেবেন না বলেও হুমকি দেন প্রভাষক আল আমিন।
বাদীর আইনজীবী আক্কাস সিকদার বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলা দায়েরের সময় ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে আল আমিন মাঝির ভাষ্য, ‘যৌতুক দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি আদালতে আত্মসমর্পণ করে এ মামলায় লড়াই করব।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক