ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
বরগুনা : বরগুনার সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য পনুকে (৪৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে আটক করা হয়।
এসময় মাকে নির্যাতনের প্রতিবাদ না করে সহযোগিতা করায় মাদকাসক্ত ছেলে হৃদয়কেও (২২) আটক করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জানান, নির্যাতনের শিকার দুই সন্তানের জননী মার্জিয়া আক্তার ছবি (৪০) একজন মুক্তিযোদ্ধার মেয়ে। ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং বাবা ও ছেলেকে আটক করা হয়েছে।
ছবির বাবা মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন সানু জানান, বিয়ের পর থেকেই পনু যৌতুকের দাবিতে ছবির উপর নির্যাতন চালাতো। এ পর্যন্ত পাঁচ লাখ টাকার উপরে যৌতুক নিয়েছে। এখন আরও দুই লাখ টাকার দাবি জানায়।
এদিকে যৌতুকের দাবিতে নির্যাতন ও তাতে সহযোগীতার অভিযোগে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক