ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
সান্ত্বনা রোজ,দিচ্ছে সবাই
রাতের বালিশ ভিজছে সেই
বৃষ্টি নামে রোজ রাতেই
চোখের জলের যে বিরাম নেই |
বুকের ভিতর হাজার ক্ষত
কাউকে কখনও কিচ্ছু বলবো না
লাভার মত করে গলবে হৃদয়
কিন্তু বহিঃপ্রকাশ করবো না।
নিজের মত বাঁচতে শিখেছি
আপনাকে বুকে শক্তি ধরেছি
কতদিন আগে মনটাকে দিয়েছি কবর
জানেনি তবু কেউ সে খবর।
কিছুটা কোলাহল, কিছুটা যান্ত্রিক.
এলোমেলো আমার এই শহর।
ধূসর মলিন চাদরে মাখা,
আমি এক পথ হারানো যাযাবর।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক