যাযাবর স্বাধীন

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩

যাযাবর স্বাধীন
নিউজটি শেয়ার করুন

 

সান্ত্বনা রোজ,দিচ্ছে সবাই
রাতের বালিশ ভিজছে সেই
বৃষ্টি নামে রোজ রাতেই
চোখের জলের যে বিরাম নেই |

 

বুকের ভিতর হাজার ক্ষত
কাউকে কখনও কিচ্ছু বলবো না
লাভার মত করে গলবে হৃদয়
কিন্তু বহিঃপ্রকাশ করবো না।

 

নিজের মত বাঁচতে শিখেছি
আপনাকে বুকে শক্তি ধরেছি
কতদিন আগে মনটাকে দিয়েছি কবর
জানেনি তবু কেউ সে খবর।

 

কিছুটা কোলাহল, কিছুটা যান্ত্রিক.
এলোমেলো আমার এই শহর।
ধূসর মলিন চাদরে মাখা,

আমি এক পথ হারানো যাযাবর।

 

লেখক: স্বাধীন ইবনে জয়নাল


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ