ময়মনসিংহে ৪ জেএমবি সদস্য আটক

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

জেএমবির চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

 

আটকরা হলেন- জাকির হোসেন, আক্কাস আলী, মো. হারুন, ওসমান গনি মল্লিক। তাদের সবার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে। শনিবার মধ্যরাতে ফুলবাড়িয়ার জোরবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 

রোববার বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-১৪ জানতে পারে, জোরবাড়িয়া গ্রামের মো. আবুল হোসেন বুলবুলের বাড়িতে জেএমবির কয়েকজন সদস্য নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে র‍্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় চারজনকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, কারাবন্দি জেএমবি সদস্যদের মুক্ত করে দেশের বিভিন্ন অঞ্চলে নতুনভাবে নাশকতার পরিকল্পনা করছিল তারা। সংগঠনে তাদের কাজ ছিল- গোপন বৈঠকের মাধ্যমে জেএমবির সদস্যদের সক্রিয় রাখা, চাঁদা তুলে সংগঠনের তহবিল গঠন করা।

 

আটক চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ