ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
মোহাম্মদ রফিক! বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ১৯৭০ সালের ৫ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নিয়েছিলেন এই বিস্ময় অলরাউন্ডার। আজ তিনি জীবনের ৫০ বছর পূর্ণ করলেন।
বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে জিনজিরা বস্তিতে সারাদিন ক্রিকেট খেলে আর মাছ ধরে সময় কাটানো ছোটবেলার রফিক দেখেছিলেন দারিদ্র্যতাকে। দারিদ্র্যতাকে জয় করেছন রফিক, জয় করেছেন বিশ্বকেও।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে টেস্টে তিনি সর্বপ্রথম ১০০ উইকেট শিকারি। শুধু তাই নয়, তিনি ব্যাটিং এবং বোলিং দুই দিকেই ছিলেন সফল।
মোহাম্মদ রফিক অবসর নেওয়ার আগ পর্যন্ত মোট ৩৩ টেস্টে ৮৭৪৪ বল করে ৪০৭৬ রান দিয়েছেন এবং বিনিময়ে নিয়েছেন ১০০ উইকেট। ব্যাটিংয়ে তিনি ৩৩ টেস্টে ১০৫৯ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান ছিল ১১১।
ওয়ানডে ক্রিকেটে রফিক ১২৫ ম্যাচে ১১৯১ রান করেছেন যেখানে তার সর্বোচ্চ রান ৭৭। বোলিংয়ে তিনি ১২৫ ম্যাচে ৬৪১৪ বল করে দিয়েছেন ৪৭৩৯ রান এবং নিয়েছেন ১২৫ উইকেট।
টি-টুয়েন্টিতে রফিক ১ ম্যাচে ২৪ বল করে ২২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট এবং ব্যাটিং করে করেছেন ১৩ রান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক