মেহেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 

গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলায়াতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

 

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।

 

এসময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা একে একে গান ও নৃত্য পরিবেশন করে সকল শ্রেণী-পেশার মানুষকে মুগ্ধ করে তোলে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ