ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ৬ বছর ধরে বিভিন্ন মেয়াদে আসামিপক্ষের কারাভোগ এবং মৃত মামুন জীবিত ফিরে আসার ঘটনায় মামলার তদন্তকারী পুলিশ ও সিআইডির ৩ কর্মকর্তাকে তলব করেছেন সেখানকার একটি আদালত। একইসঙ্গে এ ঘটনায় লিখিত তদন্ত প্রতিবেদন চেয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই আদেশ দেন বলে জানা গেছে।মামলার এজাহার থেকে চার্জশিট পর্যন্ত পুলিশ ও সিআইডির যে ৩ জন কর্মকর্তা তদন্ত করেছেন তাদের ৭ কার্যদিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদনসহ আদালতে হাজির হতে বলা হয়েছে।
শুক্রবার নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন বলেন, এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ ও সিআইডির তিনজন কর্মকর্তা তদন্ত করেছেন তাদের তলব করেছেন আদালত।
তারা হলেন ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ ও এসআই জিয়াউদ্দিন উজ্জল।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক