মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে কনফেকশনারী দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২

মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে কনফেকশনারী দোকান পুড়ে ছাই
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী বাসষ্ট্যান্ডে আগুনে পুড়ে একটি কনফেকশনারী দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মোস্তাফিজুর রহমান সাগর জানান।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সজল ও সুমন জানান, সমুদ্র সৈকত কুয়াকাটায় ভ্রমন শেষে রোববার রাত ২টার দিকে ফিরে সুবিদখালীর বাসষ্ট্যান্ড এলাকার দীনেশ এর দোকানের সামনে দাড়াই,এসময় মায়ের দোয়া কনফেকশনারীর দোকানের মধ্যে আগুন দেখতে পাই, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের বাহিরে ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিস ও দোকান মালিককে আগুন লাগার বিষয়ে জানালে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

অগ্নিকাণ্ডে ভস্মীভূত মায়ের দোয়া কনফেকশনারীর মালিক মোস্তাফিজুর রহমান সাগর জানান, সজল ও সুমনের কাছ থেকে দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি নগদ টাকা, ২টি কোমল পানীয় ও আইসক্রীমের ১টি ফ্রিজসহ তিনটি ফ্রিজ, ১টি কফি মেশিন, মৌসুমী ফল ও কনফেকশনারীর খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে,আমি স্বর্বশান্ত হয়ে গেছি। এসময় তিনি অভিযোগ করেন, অগ্নিকাণ্ডের ঘটনার ১২ ঘন্টা পেড়িয়ে গেলেও স্থানীয় প্রশাসনের কোন কর্তাব্যক্তি ক্ষতিগ্রস্থ দোকানটি দেখতে আসেননি বা কোন খোঁজ খবরও নেননি।

 

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ ফারুক হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তিনি জানান।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি দোকান মালিককে সান্তনা দেন এবং সকল প্রকার সাহায্য সহোযোগীতার আশ্বাস প্রদান করেন।

 

এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস এর সরকারী মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি মোবাইল কল রিসিভ করেননি।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ