ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
বিনোদন ডেস্ক : প্রেম বিয়ে নিয়ে সমালোচনা কম শুনতে হয়নি বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। তবে সবকিছু ছাপিয়ে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির ঘরণী তিনি। তবে সমালোচনা যেন পিছু ছাড়ছে না তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে একদল মানুষ আছে যারা আমাকে প্রতিনিয়ত বলে আমার আত্মহত্যা করা উচিত। আমি নাকি এতটাই খারাপ। শুধু তাই নয় তারা আমাকে ধর্ষণের হুমকিও দেয়।
সেই সব মানুষদের উদ্দ্যেশ্যে মিথিলা বলেন, যারা এসব কথা বা হুমকি দেয় আমার মনে হয় তারা মানসিকভাবে অসুস্থ অথবা তারা নিজেদের জায়গা থেকে প্রচুর অসুখী, যদি তাও না হয় তাহলে তাদের শিক্ষার অভাব রয়েছে।
বর্তমানে ওপার বাংলায় অবস্থান করছেন সময়ের অন্যতম আলোচিত এই অভিনেত্রী। গত আগস্টে বিশেষ ব্যবস্থায় ভারতে থাকা স্বামী সৃজিত মুখার্জির কাছে যান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক