মা ইলিশ রক্ষার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : শাহে আলম

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

মা ইলিশ রক্ষার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : শাহে আলম
নিউজটি শেয়ার করুন

 

বানারীপাড়া প্রতিনিধি : নিরাপদ মাছে গড়বো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে প্রজননক্ষম ইলিশ সংরক্ষন অভিযান-২০২০ উপলক্ষে বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মনকাঠীতে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম বলেন, প্রজনক্ষননক্ষম মা ইলিশ সংরক্ষনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ, পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার মোঃ জামাল হোসাইন, পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সদর ইউনিয়ন চেয়ারম্যান আঃ জলিল ঘরামী, জাসদের কেন্দ্রীয় নেতা মোঃ সাজ্জাদ হোসেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ সভাপতি কে.এম শফিকুল আলম জুয়েল। উপজেলা মৎস্য দপ্তরের সহযোগীতায় সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মু.মুনতাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, মশিউর রহমান সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ