মায়ের সাথে অভিমান করে পিরোজপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

মায়ের সাথে অভিমান করে পিরোজপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুর : পিরোজপুরে ইন্দুরকানীতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুরের ইউনয়িনের খোলপটুয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদার বাড়ি থেকে তার মেয়ে জান্নাতি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতি পড়ালেখা বাদ দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় শুক্রবার বিকেলে মা কুলসুম বেগম তাকে বকা দেন। আর তাতেই অভিমান করে আত্মহত্যা করেন জান্নাতি আক্তার।

 

ইন্দুরকানী থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, মা-বাবার বকুনিতে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে রাতেই লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে মৃত্যুর কারণ উদঘাটন করা যাবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ