ঢাকা ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
নোয়াখালী কোম্পানীগঞ্জে দূর সম্পর্কের এক মামার উত্ত্যক্ততা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত ফারিয়া ইয়াসমিন জেসি (১৬) উপজেলার চরকাঁকড়া ইউয়িনের ৪নং ওয়ার্ডের সাংবাদিক মো.ইয়াছিন খোকন’র মেয়ে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হক সাবের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের মা পারুল জানান, দূর সম্পর্কের মামা তানভির তাকে প্রায় বিভিন্ন ভাবে উত্তক্ত্য করে আসছে। এর জের ধরে আজ দুপুরের দিকে জেসির সাথে তার চাচির কথা কাটাকাটি হয়। পরে সে রাগে ক্ষোভে দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের পরিবার জানায়, এ ঘটনায় অভিযুক্ত মামা তানভির ও তার বোনকে আসামি করে তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তবে পুলিশ তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানাতে পারেননি।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক