ঢাকা ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩
চেয়ে দেখ ঐ পূর্ব আকাশে সূর্য দিয়েছে কিরণ,
মনে আমার কষ্ট জাগে হায়! দেখে মানুষের পরিবর্তন।
আজ মানুষ হয়েছে শ্বাপদ,
নেই মানুষের চিহ্ন।
মানুষ ডেকে আনছে মানুষের বিপদ,
ক্ষমতাবান হওয়ার জন্য।
কুরআন-পুরাণ, বেদ-বেদান্তর নাহি কিছু মানে,
ধর্ম বিরোধী মানুষের অন্তর সর্বক্ষণ শুধু স্বার্থের সন্ধানে।
মানুষ হয়ে মানুষের করে সর্বনাশ দিয়ে ধর্মের ছলনা,
সময় মতো মারে যে তাকে কোন দ্বিধা করে না।
ভূলে যায় বিধি-বিধান ভূলে যা স্রষ্টা,
মানে না তো কোন জ্ঞান স্বার্থ দখলে চালায় আপ্রাণ চেষ্টা।
অন্যের স্বার্থ যদি নাহি দিতে চায়,
দেখিয়ে প্রভৃতি ভয়।
সন্ত্রাসী হয়ে সব নিতে চায়,
মানুষ ভূলে গেছে রক্তের পরিচয়।
লেখকঃ মোঃ রমজান হোসেন
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক