ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
মাদারীপুর: মাদারীপুরে বজ্রপাতে ইয়াছিন বেপারী (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আরিফ বেপারী (১৫) নামের আরও একজন আহত হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইয়াছিন দুধখালী এলাকা বাবুল বেপারীর বড় ছেলে এবং মধ্য হাউসদী আচমত আলী খান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ইয়াছিন ও তার চাচাতো ভাই আরিফ হাউসদী মাঠে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল। যাওয়ার পথে মধ্যহাউসদী এলাকার ক্ষেতের মাঝখানে এলে হঠাৎ বজ্রপাত হলে দুইজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করে। আহত অবস্থায় আরিফকে গুরতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ দুর্ঘটনায় তার এক চাচাতো ভাইও আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক