ঢাকা ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়ন বাজারের বড় ব্রীজের উত্তর পাশে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এক ভারসম্যহীন নারী (পাগলী) একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, হিন্দু ওই পাগলী নারী গত দুই দিন আগে মিরুখালী বাজারে আসে। তার কথাবার্তা অসংলগ্ন। বিভিন্ন সময় ভিন্ন কথা বলে। একবার বলে তার স্বামীর নাম পরিমল, আবার বলে শিবুর বাবা, পিংকুর বাবা। স্থানীয় লোকজন পাগলীর সন্তান প্রসবে সহযোগিতা করেছেন। শিশুটির বাবার পরিচয় শনাক্ত করা যায়নি।
মঠবাড়িয়া থানা ওসি (তদন্ত) আব্দুল হক জানান, খবর পেয়ে পুলিশ রাত ১০ টার দিকে ওই পাগলী ও তার নবজাতক শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক