ঢাকা ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাদরাসাছাত্রীসহ দু’জনের অপমৃত্যু হয়েছে।
মৃতরা হলেন-উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও স্থাণীয় সালেহিয়া পশ্চিম ছোটমাছুয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী সুলতানা আক্তার (১৫) ও উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৈলা গ্রামের বিধান চন্দ্র ক্লু (৫২)।
পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছোটমাছুয়া গ্রামে নিজেদের বসতঘরের একটি কক্ষের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুলতানার মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে, একই থানার আরেক এসআই সজল জানান, দুপুরে বাড়ির পাশের একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিধান চন্দ্র ক্লুকে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ দু’টি ঘটনায় দু’টি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক