ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণ মামালার আসামী রাসেল গাজী (২৫) নামে এক যুবককে রোববার রাতে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। বাদল গাজী উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের করিম গাজীর ছেলে।
থানা সূত্রে জানযায়, গত বছরের ২৬ এপ্রিলে সাত মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতী (১৯) রুবেল ও আসাদুলসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একটি মামলা করে। থানা পুলিশ রুবেল ও আসাদুল কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে ।
এদিকে ওই যুবতী সন্তান প্রসব করলে আদালতের নির্দেশে সিআইডি পুলিশ নবজাতক কন্যা সন্তান, ভিকটিম ও আসামীদ্বয়ের ডিএনএ পরীক্ষা করলে মিল খুঁজে পায়নি। পরবর্তিতে জিজ্ঞাসাবাদে ওই যুবতী চাচাতো ভগ্নিপতি রাসেল গাজীর নাম বলে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ঘোষের টিকিকাটা এলাকা থেকে তাকে পুলিশ তাকে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত বাদল গাজীকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক