ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক ঘটনায় কলেজছাত্রসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মেহেদী হাওলাদার (২০) স্থানীয় ডা. রুস্তুম আলী ফরাজী কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং উপজেলার বেতমোর গ্রামের প্রবাসী ইউনুচ হাওলাদারের ছেলে ও নাইম ঘরামী (১৭) উপজেলার চান্দুখালী গ্রামের হারুন ঘরামীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মেহেদী পৌর শহরের মামার বাসায় থেকে পড়াশুনা করতেন। সোমবার সকালে গ্রামের বাড়িতে যান তিনি। সন্ধ্যার পরে সবার অজান্তে নিজ বাসায় আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।
স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মঠবাড়িয়া উপজেলায় কিশোর নাঈম তার বাবার কাছে মোবাইল ফোন কিনে দিতে আবদার করে। ওই ফোন কিনে না দেয়ায় অভিমান করে রাতে স্থানীয় বাজারে বসে বিষপান করে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক