ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২২
বরিশালে ভ্যাপসা গরমের পর শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার (০৯ জুন ) দুপুর ১.৩০মিনিটের পর সদর রোড, রুপাতলী, নতুল্লাবাত, কাউনিয়া, চৌমাথাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, নগরীর প্রধান সড়ক সদর রোড, সংলগ্ন প্রেস ক্লাব সড়ক, ভাটিখানা, নবগ্রাম সড়ক, আমানতগঞ্জ সাগরদী জিয়া সড়ক, রূপাতলী হাউজিংসহ নিচু এলাকাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তবে দিন শেষে বৃষ্টির পানি ড্রেন দিয়ে নেমে যাওয়ায় স্থায়ী দুর্ভোগ হয়নি।
এর আগে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি থাকবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। বৃহস্পতিবার (৯ জুন ম) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল নেত্রকোনায় ২২ ডিগ্রি সেলসিয়াস।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক