ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মো. তছির আহমেদ (৭০) নামের এক বৃদ্ধ ও রাশেদ (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) সকালপ ও দুপুরে ভোলা সদর ও লালমোহনে এ দুর্ঘটনা ঘটে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা ও লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তছির ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রাশেদ চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের এওয়াজপুর গ্রামের এলাহী নূরের ছেলে।
এসআই মো. গোলাম মোস্তফা জানান, সকালে ইলিশা সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তছির আহমেদ গুরুতর আহত। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে দুপুর ২টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় আত্মীয়ের বাসা থেকে মায়ের সঙ্গে এওয়াজপুর যাওয়ার সময় অটোরিকশা উল্টে মো. রাশেদের মৃত্যু হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক