ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ভোলায় প্রায় সাড়ে ৬ কেজি গাঁজাসহ মিনারা বেগম (৪৮) ও তামান্না বেগম (২২) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক মিনারা বেগম করিমপুর গ্রামের মো. রতন মিয়ার স্ত্রী। তামান্না বেগম আটক মিনারার ছেলে মো. দুলাল হোসেন দুলুর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের বাড়ি তল্লাশি করে ৬ কেজি ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটকদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক