ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩
ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট (তালতলি) এলাকায় ব্লক বাঁধ ধসে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ আছেন।
সোমবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম লাইজু বেগম (৩৫)। তিনি উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিধবা এই নারী তালতলি মাছঘাটে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। শিশুটির নাম জানা যায়নি, তার বয়স তিন বছর।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির এসব তথ্য জানিয়ে বলেন, নিখোঁজ কতজন, তা জানা যায়নি। উদ্ধারকাজ চলছে।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, আজ দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকার দক্ষিণ পাশে তালতলি মাছঘাটে কয়েকজন ভিক্ষাবৃত্তি করছিলেন। তাঁরা ঘাটে জেলেনৌকা এলে জেলেদের কাছে মাছ ভিক্ষা করেন। সেই মাছ বিক্রি করে সংসার চালান। দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনাতীরের ব্লক বাঁধে অবস্থানকালে ব্লক ধসে পড়ে পাঁচ থেকে ছয়জন নিখোঁজ হন। এ সময় লাইজু বেগম ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, ইলিশা রাজাপুর ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকায় নতুন করে দৈর্ঘ্যে ৪০ মিটার ও প্রস্থে ৫ মিটার ব্লক বাঁধ ধসে গেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক