ঢাকা ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
ভোলা : ভোলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামের এই ঘটনা ঘটে ।
নিহতরা হচ্ছে- ভেদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী মো. জসিমের মেয়ে আফিফা (৭) এবং মুনতাহা (৫)।
স্থানীয় মো. মঞ্জু ইসলাম জানান, শিশু দুইজন তাদের বাড়ির সামনের পুকুরে গোসল করতে পানিতে নামে। সাঁতার না জানার কারণে পানিতে একজন তলিয়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়। পরিবারের লোকজন দুইজনকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে তাদের মৃত দেহ ভাসতে দেখে উদ্ধার করে।
ভোলা মডেল থানার ওসি তদন্ত মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক