ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
ভোলা : ভোলায় ট্রাকের চাপায় আকবর (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ভোলা-ভেদুরিয়া সড়কের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকবর সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা থেকে মোটরসাইকেলে করে বিশ্বরোড দিয়ে ভেদুরিয়ার দিকে যাচ্ছিলেন আকবর। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাককে ওভারটেক করতে গেলে একপর্যায়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আকবর।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক