ঢাকা ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
ভোলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামুন হাওলাদার নামে এক ইউনিয়ন ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। বুধবার রাতে ধর্ষণের শিকার ওই তরুণী নিজেই বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এ মামলা করেন। অভিযুক্ত মামুন হাওলাদার ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি।
বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, এইচ. এস সি পরীক্ষার্থী ওই তরুণী তিন মাস আগে খালার বাড়ি সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বেড়াতে আসেন। এ সময় মামুন হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক হয় । ভিকটিমের খালা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ আগস্ট দেখা করার কথা বলে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে তার ভাগ্নীকে ধর্ষণ করেন মামুন। লজ্জা ও ভয়ে প্রথমে তা সে তা গোপন রাখে। কিন্তু গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে তার ঘরে ঢুকে মামুন আবারও জোরপূর্বক তার ভাগ্নীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তরুণীর খালা টের পয়ে এগিয়ে এলে অভিযুক্ত মামুন পালিয়ে যান।
ভিকটিমের খালা আরও জানান, ওই ঘটনার পরদিন অর্থাৎ বুধবার তারা প্রথমে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে যান। পরে ওই কেন্দ্রের কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রাতেই সদর থানায় তার ভাগ্নী বাদী হয়ে মামুনকে একমাত্র আসামি করে মামলা করে।
এদিকে মামলা দায়ের পর থেকেই অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক