ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫
ভোলার বোরহানউদ্দিনে কুঞ্জেরহাট বাজার এলাকায় হাওয়া দেওয়ার সময় পাওয়ারটিলারের চাকা বিস্ফোরণে মো. মিজান (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৬ জুন) বিকালে দুর্ঘটনার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মিজানের বাড়ি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী আসাদুল হক মাতাব্বর জানান, সোমবার দুপুরে অটোরিকশাচালক মিজান পাওয়ারটিলারের (জমি চাষাবাদের জন্য ব্যবহৃত) চাকায় হাওয়া দিতে কুঞ্জেরহাটের জাকিরের ওয়ার্কশপে আনেন। এ সময় দোকানমালিক জোহরের নামাজ আদায় করতে মসজিদে থাকায় পাওয়ারটিলারের মালিক বাদশা ও মিজান চাকায় নিজেরা হাওয়া দিতে নেন। হাওয়া দেওয়ার একপর্যায়ে বিকট শব্দে চাকা বিস্ফোরণে মিজানের মাথার খুলি উড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। স্বজনদের অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক